6. এ সব দেখে ঈশ্বরভক্তদের প্রাণে ভক্তিপূর্ণ ভয় জাগবে;তারা তোমাকে ঠাট্টা করে বলবে,
7. “ঐ দেখ, ঐ লোকটি ঈশ্বরকে তার আশ্রয়-দুর্গ করে নি;তার প্রচুর ধন-সম্পদের উপর সে নির্ভর করেছেআর মন্দ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”
8. কিন্তু আমি ঈশ্বরের ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত;আমি সব সময় ঈশ্বরের অটল ভালবাসার উপর নির্ভর করে থাকি।