4. তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছিআর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি।কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
5. হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি;পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম।
6. তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও;তুমিই আমার অন্তরের গভীরে জ্ঞান দাও।