গীতসংহিতা 50:19-21 পবিত্র বাইবেল (SBCL)

19. মন্দ কথায় তোমার মুখ খোলা,তোমার জিভ্‌ ছলনার বশে থেকে কথা বলে।

20. তুমি বসে বসে তোমার নিজের ভাইয়ের বিরুদ্ধেকথা বলে থাক আর তার নিন্দা কর।

21. এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি;তুমি ভেবেছ আমি তোমারই মত একজন,কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেবআর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব।

গীতসংহিতা 50