গীতসংহিতা 5:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না,ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব,ওদের মুখ যেন খোলা কবর,জিভ্‌ দিয়ে ওরা খোশামোদের কথা বলে।

10. হে ঈশ্বর, তুমি ওদের দোষী বলে ঘোষণা কর;ওদের কুমতলবে ওদেরই সর্বনাশ হোক।ওদের অসংখ্য অপরাধের জন্য তুমি ওদের তাড়িয়ে দাও,কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

11. কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক,তারা আনন্দে চিরকাল গান করুক;তাদের তুমি রক্ষা কর,যেন তোমাকে যারা ভালবাসেতারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে।

গীতসংহিতা 5