গীতসংহিতা 47:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন।

6. ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও,প্রশংসার গান গাও;আমাদের রাজার উদ্দেশে প্রশংসার গান গাও,প্রশংসার গান গাও।

7. ঈশ্বরই সারা দুনিয়ার রাজা;তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-গান কর।

8. সব জাতির উপরে ঈশ্বরই রাজত্ব করেন;তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন।

গীতসংহিতা 47