1. ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন।
2-3. যদিও বা পৃথিবী কেঁপে ওঠে,পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠেআর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে,তবুও আমরা ভয় করব না। [সেলা]
4. একটা নদী আছে যার নানা স্রোতের ধারাঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে,আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গাযেখানে মহান ঈশ্বর থাকেন।