গীতসংহিতা 44:5-11 পবিত্র বাইবেল (SBCL)

5. আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব;যারা আমাদের বিরুদ্ধে উঠবেতোমার জোরেই তাদের পায়ে মাড়াব।

6. আমার ধনুকের উপর আমি নির্ভর করি না,আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;

7. কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ,আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।

8. ঈশ্বরকে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি;চিরকাল আমরা তোমার গৌরব করব। [সেলা]

9. কিন্তু এখন তুমি আমাদের ত্যাগ করেছ আর লজ্জায় ফেলেছ;যুদ্ধের সময় আমাদের সৈন্যদলের সংগে তুমি আর থাক না।

10. শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ;আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে।

11. জবাই করার ভেড়ার মত করেতাদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছআর বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ।

গীতসংহিতা 44