5. যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান কোরো,আর সদাপ্রভুর উপর নির্ভর কোরো।
6. অনেকে বলে, “কে আমাদের মংগল করতে পারে?”হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টিআলোর মত করে আমাদের উপর পড়ুক।
7. প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলেলোকদের যেমন আনন্দ হয়,তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।