2. হে মানুষ, আর কতকালতোমরা আমার সম্মানকে অসম্মান করবে?আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবেআর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]
3. তোমরা জেনে রেখো, সদাপ্রভু তাঁর ভক্তদেরতাঁর নিজের জন্য আলাদা করেছেন;আমি ডাকলে তিনি শুনবেন।
4. তোমরা উত্তেজিত হয়ে পাপ কোরো না।বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখোআর চুপ করে থেকো। [সেলা]