গীতসংহিতা 4:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছামত চলছিতা তুমি দেখিয়ে দিচ্ছ;আমি যখন তোমাকে ডাকবতখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো।বিপদ আমাকে চেপে ধরেছে,কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ।আমার প্রতি দয়া কর, আমার প্রার্থনা শোন।

2. হে মানুষ, আর কতকালতোমরা আমার সম্মানকে অসম্মান করবে?আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবেআর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]

3. তোমরা জেনে রেখো, সদাপ্রভু তাঁর ভক্তদেরতাঁর নিজের জন্য আলাদা করেছেন;আমি ডাকলে তিনি শুনবেন।

গীতসংহিতা 4