11. আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরাআমার কাছ থেকে দূরে দূরে থাকে,এমন কি, আমার জ্ঞাতি-গোষ্ঠীরা দূরে সরে থাকে।
12. আমাকে যারা মেরে ফেলতে চায়তারা আমার জন্য ফাঁদ পেতেছে;যারা আমার ক্ষতি করতে চায়তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
13. আমি যেন বয়রা হয়ে গেছি, কিছুই শুনি না;যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
14. যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,আমি তার মতই হয়েছি।
15. হে সদাপ্রভু, আমি তোমার দিকে চেয়ে আছি;হে প্রভু, আমার ঈশ্বর, আমার উত্তর তুমিই দেবে;