গীতসংহিতা 37:7-12 পবিত্র বাইবেল (SBCL)

7. সদাপ্রভুর সামনে শান্ত হও;ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।নিজের কাজ সফল করতেযে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়,তার দরুন তুমি উতলা হোয়ো না।

8. রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর;উতলা হোয়ো না, কারণ তা তোমাকেকেবলই মন্দের দিকে নিয়ে যাবে।

9. দুষ্ট লোকদের ধ্বংস করা হবে,কিন্তু সদাপ্রভুর উপর যারা আশা রাখেতারা দেশের দখল পাবে।

10. আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে;খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।

11. কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে;প্রচুর আশীর্বাদ পেয়ে তারা আনন্দে মাতবে।

12. ঈশ্বরভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটেআর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।

গীতসংহিতা 37