31. তাদের ঈশ্বরের নির্দেশ তাদের অন্তরে রয়েছে;তাদের পা পিছ্লে যাবে না।
32. দুষ্ট লোকেরা ঈশ্বরভক্তদের জন্য ওৎ পেতে থাকে,তাদের মেরে ফেলার চেষ্টা করে।
33. কিন্তু সদাপ্রভু দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না;বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না।
34. সদাপ্রভুর উপর আশা রাখ, তাঁর পথে চল;তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও।দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে।
35. নিষ্ঠুর দুষ্ট লোককে আমি বেড়ে উঠতে দেখেছি,দেখেছি নিজের জায়গায় থাকা ডালপালা ছড়ানোপাতা-ভরা গাছের মত।
36. তার পরে সে শেষ হয়ে গেল, আর রইল না;আমি তার খোঁজ করলাম, তাকে পাওয়া গেল না।