গীতসংহিতা 37:16-21 পবিত্র বাইবেল (SBCL)

16. অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে,কিন্তু ঈশ্বরভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল।

17. দুষ্টদের হাত ভেংগে যাবে,কিন্তু সদাপ্রভু ঈশ্বরভক্তদের ধরে রাখবেন।

18. নির্দোষ লোকের প্রতিদিনকার জীবন সদাপ্রভু জানেন;তাদের পাওনা সম্পত্তি চিরকাল থাকবে।

19. দুঃখের দিনে তারা লজ্জায় পড়বে না;দুর্ভিক্ষের দিনে তারা যথেষ্ট খাবার পাবে।

20. কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে;সদাপ্রভুর শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে,মিলিয়ে যাবে ধূমার মত করে।

21. দুষ্টেরা ধার করে শোধ দেয় না,কিন্তু ঈশ্বরভক্তেরা দয়ালু ও দানশীল।

গীতসংহিতা 37