20. তাদের কথাগুলো শান্তির দিকে নয়;দেশে যারা শান্তিতে বাস করছে তাদের বিরুদ্ধেতারা ছলনা-ভরা মতলব করে।
21. আমার বিরুদ্ধে তারা মুখ ভেংগিয়ে বলেছে,“হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখেই দেখেছি।”
22. হে সদাপ্রভু, তুমি এ সব দেখেছ,তুমি চুপ করে থেকো না;হে প্রভু, তুমি আমার কাছে কাছে থাক।
23. ঈশ্বর আমার, প্রভু আমার, তুমি জেগে ওঠো,আমার পক্ষ নাও, আমার পক্ষ হয়ে কথা বল।
24. হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তোমার ন্যায়ে আমার বিচার কর;আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না।
25. মনে মনে তাদের বলতে দিয়ো না,“বেশ! বেশ! যা আমরা চেয়েছিলাম তা-ই হয়েছে।”তাদের বলতে দিয়ো না, “আমরা ওকে শেষ করে দিয়েছি।”