গীতসংহিতা 35:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, যারা আমার বিপক্ষে তুমিও তাদের বিপক্ষে থাক;যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে তুমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ কর।

2. ছোট-বড় দু’খানা ঢালই তুমি তুলে নাওআর আমার সাহায্যের জন্য এসে দাঁড়াও।

3. আমার পিছনে যারা তাড়া করে আসছে,বর্শা নিয়ে তাদের আসার পথ তুমি বন্ধ করে দাও।আমাকে বল, “আমিই তোমার উদ্ধার।”

গীতসংহিতা 35