গীতসংহিতা 33:17-21 পবিত্র বাইবেল (SBCL)

17. রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা;মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।

18. কিন্তু সদাপ্রভুর প্রতি যাদের ভক্তিপূর্ণ ভয় আছে,যারা তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে,তাদের উপর তাঁর নজর রয়েছে;

19. যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেনআর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন।

20. আমরা সদাপ্রভুর জন্য অপেক্ষা করছি;তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল।

21. হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের অন্তরের আনন্দ,কারণ আমরা তাঁর পবিত্রতার উপর নির্ভর করি।

গীতসংহিতা 33