গীতসংহিতা 31:14-18 পবিত্র বাইবেল (SBCL)

14. কিন্তু হে সদাপ্রভু, তোমার উপরে আমি নির্ভর করে আছি;আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”

15. তোমার হাতেই তো আমার জীবনের সব কিছু;যারা আমাকে তাড়া করে আসছে সেই শত্রুদের হাত থেকেতুমি আমাকে বাঁচাও।

16. তোমার দাসের উপর তোমার দয়া আলোর মত করে পড়ুক;তোমার অটল ভালবাসায় তুমি আমাকে রক্ষা কর।

17. হে সদাপ্রভু, আমি তো তোমাকে ডেকেছি,তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক,তারা নীরব হয়ে মৃতস্থানে পড়ে থাকুক।

18. অহংকার ও ঘৃণার ভাব নিয়েযারা ঈশ্বরভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে,তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।

গীতসংহিতা 31