গীতসংহিতা 27:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. আমার অন্তর তোমার এই কথাই বলছে,“তোমরা আমাকে ডাক।”হে সদাপ্রভু, তাই আমি তোমাকে ডাকব।

9. তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না,রাগ করে তোমার দাসকে তুমি ফিরিয়ে দিয়ো না;তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ।হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না,আমাকে ত্যাগ কোরো না।

10. আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেওসদাপ্রভু আমার ভার নেবেন।

11. হে সদাপ্রভু, তোমার পথ আমাকে দেখিয়ে দাও;আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।

গীতসংহিতা 27