গীতসংহিতা 27:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা,আমি কাকে ভয় করব?সদাপ্রভুই আমার জীবনের দুর্গ,আমি কাকে দেখে ভয়ে কাঁপব?

2. দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসেতখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উছোট খেয়ে পড়ে যায়।

3. সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে,তবুও আমার মনে ভয় হবে না;যদি আমার বিরুদ্ধে যুদ্ধও আরম্ভ হয়তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।

গীতসংহিতা 27