গীতসংহিতা 26:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. যাতে চিৎকার করে আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি,আর তোমার সমস্ত আশ্চর্য কাজের কথা বলতে পারি।

8. হে সদাপ্রভু, যে ঘরে তুমি বাস কর,তোমার মহিমা যেখানে থাকে,সেই জায়গা আমি ভালবাসি।

9. পাপীদের দলে তুমি আমাকে ফেলো না;যারা রক্তপাত করতে ভালবাসেতাদের সংগে আমাকে মেরে ফেলো না।

10. তাদের হাতে রয়েছে মন্দের পরিকল্পনা,তাদের ডান হাত ঘুষে ভরা।

11. কিন্তু আমি সৎ ভাবে চলাফেরা করি;আমাকে তাদের হাত থেকে মুক্ত কর,আর আমার প্রতি দয়া কর।

গীতসংহিতা 26