10. সদাপ্রভুর ব্যবস্থা ও আইন-কানুন অনুসারে যারা চলে,তাদের কাছে তাঁর সমস্ত পথইঅটল ভালবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
11. আমার অন্যায়ের বোঝা খুব বেশী,তাই হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্যইআমার সেই অন্যায় তুমি ক্ষমা কর।
12. কে সেই লোক, যে সদাপ্রভুকে ভক্তি করে?কোন্ পথ তাকে বেছে নিতে হবেতা তিনি তাকে দেখিয়ে দেবেন।
13. সে মংগলের মধ্যে তার জীবন কাটাবে,আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
14. সদাপ্রভুকে যারা ভক্তি করেতাদের কাছেই তিনি তাঁর গুপ্ত উদ্দেশ্য প্রকাশ করেন,আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।