গীতসংহিতা 21:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ;তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

7. সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন;মহান ঈশ্বরের অটল ভালবাসা তাঁকে স্থির রাখবে।

8. তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।

9. তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবেচুলার জ্বলন্ত কয়লার মত।সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন,তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।

গীতসংহিতা 21