গীতসংহিতা 19:10-13 পবিত্র বাইবেল (SBCL)

10. তা সোনার চেয়ে, প্রচুর খাঁটি সোনার চেয়েওবেশী কামনা করার মত জিনিস।তা মধুর চেয়ে মিষ্টি,মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।

11. তা তোমার দাসকে সাবধান করে,আর তা পালন করলে মহালাভ হয়।

12. নিজের ভুল কে বোঝে?আমার অজানা দোষ তুমি ক্ষমা কর।

13. জেনে-শুনে অহংকারের বশে করা পাপ থেকেতোমার দাসকে তুমি দূরে রাখ;তা যেন আমার উপর রাজত্ব না করে।তাহলেই আমি নিখুঁত হতে পারব,মুক্ত থাকব ঈশ্বরের প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে।

গীতসংহিতা 19