গীতসংহিতা 18:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. মৃতস্থানের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।

6. আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন;আমার কান্না তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।

7. তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি;তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।

8. তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।

গীতসংহিতা 18