গীতসংহিতা 18:30-36 পবিত্র বাইবেল (SBCL)

30. ঈশ্বরের পথে কোন খুঁত নেই;সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে।তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।

31. একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে?আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয়-পাহাড় আছে?

32. ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেনআর নিখুঁত করেছেন আমার চলার পথ।

33. তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।

34. তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

35. হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ,তোমার ডান হাত আমাকে ধরে আছে;তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।

36. তুমি আমার চলার পথ চওড়া করেছ,তাই আমার পায়ে উছোট লাগে নি।

গীতসংহিতা 18