4. মানুষ যে সব কাজ করে তা না করেতোমার মুখের বাক্যের সাহায্যেজুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।
5. তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি;সেখান থেকে আমার পা একটুও নড়ে নি।
6. হে ঈশ্বর, তুমি আমার ডাকে সাড়া দেবে,সেজন্য আমি তোমাকে ডাকছি;আমার কথায় কান দাও, আমার প্রার্থনা শোন।
7. তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর;শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্যযারা তোমার আশ্রয় নেয়,তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
10. তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে;তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
11. তারা এখন আমাদের ঘিরে ফেলেছে,আমাদের কোথাও যাবার পথ নেই।তারা আমাদের উপর কড়া নজর রেখেছেযাতে মাটিতে আমাদের ফেলে দিতে পারে।