গীতসংহিতা 149:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,ঈশ্বরভক্তদের সভায় তাঁর প্রশংসা-গান কর।

2. ইস্রায়েল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক,সিয়োনের লোকেরা তাদের রাজাকে নিয়ে খুশী হোক।

3. তারা নাচতে নাচতে তাঁর গৌরব করুক,খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার গান করুক;

4. কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান;তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।

গীতসংহিতা 149