গীতসংহিতা 147:12-18 পবিত্র বাইবেল (SBCL)

12. হে যিরূশালেম, সদাপ্রভুর গুণগান কর;হে সিয়োন, তোমার ঈশ্বরের গৌরব কর।

13. তিনিই তো তোমার ফটকগুলোর আগল শক্ত করেছেন,তোমার মধ্যে বাসকারী লোকদের আশীর্বাদ করেছেন।

14. তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন,আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।

15. তিনি পৃথিবীতে তাঁর আদেশ পাঠান;খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।

16. তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠানআর ছাইয়ের মত শিশির ছড়ান।

17. তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন;তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?

18. তাঁর বাক্য পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন;তাঁর বাতাস বহালে জল বয়ে যায়।

গীতসংহিতা 147