12. যাতে সব মানুষ তোমার শক্তিপূর্ণ কাজের কথা জানতে পারে,আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।
13. তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।
14. যারা পড়ে যাচ্ছে সদাপ্রভু তাদের ধরে রাখেন;যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।