গীতসংহিতা 137:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. বাবিলের নদীগুলোর ধারে বসে আমরা যখন সিয়োনের কথা মনে করতামতখন আমাদের চোখ দিয়ে জল পড়ত।

2. সেখানকার উইলো গাছে আমাদের বীণাগুলোআমরা টাংগিয়ে রাখতাম।

3. যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিলসেখানে তারা আমাদের গান গাইতে বলত;সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকেআনন্দের গান শুনতে চাইত;তারা বলত, “তোমরা সিয়োনের একটা গান আমাদের শোনাও।”

4. কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করেসদাপ্রভুর গান গাইতে পারতাম?

5. হে যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলে যাইতবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।

গীতসংহিতা 137