2. হে প্রভু, তুমি আমার ডাক শোন;আমার এই মিনতির কান্নায় তুমি কান দাও।
3. হে সদাপ্রভু, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,তবে হে প্রভু, কে দাঁড়িয়ে থাকতে পারবে?
4. কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে।
5. আমি সদাপ্রভুর অপেক্ষায় আছি,আমার অন্তর তাঁর অপেক্ষায় আছে।আমি তাঁর বাক্যে আশা রেখেছি।