গীতসংহিতা 129:3-7 পবিত্র বাইবেল (SBCL)

3. চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে,তারা লম্বা করে খাঁজ কেটেছে;

4. কিন্তু সদাপ্রভু ন্যায়বিচারক,তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।”

5. যারা সিয়োনকে ঘৃণা করেতারা লজ্জা পেয়ে পিছু হটে যাক।

6. তারা ঘরের ছাদে গজানো ঘাসের মত হোকযা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যায়;

7. যে তা কাটে তাতে তার মুঠি ভরে না,আর যে তা দিয়ে আঁটি বাঁধে তাতে কোঁচড়ও ভরে না।

গীতসংহিতা 129