82. তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে;আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”
83. আংগুর-রস রাখা চামড়ার থলি ধূমায় যেমন নষ্ট হয়ে যায়আমি তেমনই হয়েছি;তবুও তোমার নিয়ম আমি ভুলে যাই না।
84. তোমার এই দাসের আয়ু আর কতকাল?আমাকে যারা অত্যাচার করে কবে তুমি তাদের বিচার করবে?
85. অহংকারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে;তারা তোমার নির্দেশ মানে না।