গীতসংহিতা 119:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তাহলে তোমার সব আদেশ পালন করবার দরুনআমি লজ্জিত হব না।

7. তোমার ন্যায়পূর্ণ আইন-কানুন শিক্ষা করতে করতেআমি খাঁটি অন্তরে তোমাকে ধন্যবাদ জানাব।

8. আমি তোমার নিয়ম মত চলব;আমাকে একেবারে ত্যাগ কোরো না।

9. যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে?তোমার বাক্য পালন করেই সে তা পারবে।

10. আমার সারা অন্তর দিয়ে আমি তোমাকেজানতে আগ্রহী হয়েছি;তোমার আদেশ-পথের বাইরে আমাকে ঘুরে বেড়াতে দিয়ো না।

গীতসংহিতা 119