3. তারা কোন অন্যায় করে না;তারা সদাপ্রভুর পথেই চলে।
4. তুমি নিয়ম-কানুন ঠিক করে দিয়েছযেন আমরা তা যত্নের সংগে পালন করি।
5. আহা! তোমার নিয়ম মত চলার জন্যযেন আমার মনের স্থিরতা থাকে।
6. তাহলে তোমার সব আদেশ পালন করবার দরুনআমি লজ্জিত হব না।
7. তোমার ন্যায়পূর্ণ আইন-কানুন শিক্ষা করতে করতেআমি খাঁটি অন্তরে তোমাকে ধন্যবাদ জানাব।
8. আমি তোমার নিয়ম মত চলব;আমাকে একেবারে ত্যাগ কোরো না।
9. যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে?তোমার বাক্য পালন করেই সে তা পারবে।
10. আমার সারা অন্তর দিয়ে আমি তোমাকেজানতে আগ্রহী হয়েছি;তোমার আদেশ-পথের বাইরে আমাকে ঘুরে বেড়াতে দিয়ো না।
11. তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি,যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি।
12. হে সদাপ্রভু, তুমি ধন্য।তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
13. তোমার মুখ থেকে যে সব আইন-কানুন বের হয়েছেআমার মুখ তা প্রকাশ করবে।
14. মহাধন লাভ করলে মানুষ যেমন আনন্দ পায়,তোমার কথা মেনে চলে আমি তেমনই আনন্দ পাই।
15. আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করি,আর তোমার পথের দিকে মনোযোগ দিই।
16. তোমার নিয়মের মধ্যে আমি আনন্দ পাই;তোমার বাক্য আমি ভুলে যাব না।