গীতসংহিতা 119:164-172 পবিত্র বাইবেল (SBCL)

164. তোমার ন্যায়পূর্ণ আইন-কানুনের জন্যদিনে সাত বার আমি তোমার গৌরব করি।

165. যারা তোমার নির্দেশ ভালবাসে তারা খুব শান্তি পায়;কোন কিছুতেই তারা উছোট খায় না।

166. হে সদাপ্রভু, তুমি আমাকে উদ্ধার করবেআমি সেই আশায় আছি,আর তোমার আদেশ পালন করছি।

167. আমি তোমার সব কথা মেনে চলি আর তা খুব ভালবাসি।

168. আমি তোমার নিয়ম-কানুন ও সব কথা মেনে চলি,কারণ আমার জীবনের আগাগোড়াই তোমার জানা আছে।

169. হে সদাপ্রভু, আমার কান্না তোমার সামনে উপস্থিত হোক;তোমার বাক্য অনুসারে আমাকে বুঝবার শক্তি দাও।

170. আমার মিনতি তোমার সামনে উপস্থিত হোক;তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।

171. আমার ঠোঁট থেকে তোমার প্রশংসা উপ্‌চে পড়ুক,কারণ তুমিই আমাকে তোমার নিয়ম শিক্ষা দিচ্ছ।

172. আমার জিভ্‌ তোমার বাক্য নিয়ে গান করুক,কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়পূর্ণ।

গীতসংহিতা 119