145. আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমাকে ডাকছি;হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও।আমি তোমার সব নিয়ম পালন করব।
146. আমি তোমাকেই ডাকছি, আমাকে উদ্ধার কর;আমি তোমার সব কথা পালন করব।
147. ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি;তোমার প্রতিজ্ঞার উপর আমি নির্ভর করে আছি।
148. রাত শেষ হবার আগেই আমার চোখ খুলে যায়,যেন তোমার সব প্রতিজ্ঞা নিয়ে আমি ধ্যান করতে পারি।