গীতসংহিতা 118:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. আমার সাহায্যকারী হিসাবে সদাপ্রভু আমার পক্ষে আছেন,তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।

8. মানুষের উপরে নির্ভর করার চেয়েসদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

9. উঁচু পদের লোকদের উপরে নির্ভর করার চেয়েসদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।

10. সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে,কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।

11. তারা আমাকে ঘিরে ধরেছে,সত্যিই তারা আমাকে ঘিরে ধরেছে,কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।

গীতসংহিতা 118