গীতসংহিতা 118:16-22 পবিত্র বাইবেল (SBCL)

16. সদাপ্রভুর শক্তিশালী হাত জয় দান করেছে;সদাপ্রভুর শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।

17. আমি মরব না, বেঁচে থাকব,আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।

18. সদাপ্রভু আমাকে কড়া শাসন করেছেন,কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।

19. আমাকে ন্যায়বান সদাপ্রভুর ঘরের দরজা খুলে দাও,যেন আমি সেখানে ঢুকে তাঁর ধন্যবাদ করতে পারি।

20. এই তো সদাপ্রভুর ঘরের দরজা;এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।

21. আমি তোমাকে ধন্যবাদ জানাব,কারণ তুমি আমার কথা শুনেছ;আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।

22. রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিলসেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;

গীতসংহিতা 118