গীতসংহিতা 113:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর;সদাপ্রভুর গৌরব কর।

2. সদাপ্রভুর নাম ধন্য হোক,এখন ও চিরকাল হোক।

3. সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্তসদাপ্রভুর গৌরব হোক।

4. সমস্ত জাতি সদাপ্রভুর অধীন;আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।

5. আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত?তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন

গীতসংহিতা 113