গীতসংহিতা 110:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।”

2. তোমার রাজপদের অধিকার সদাপ্রভু সিয়োন থেকেপ্রকাশ করবেন;তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকেতুমি রাজত্ব কোরো।”

3. যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে;পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির,তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।

গীতসংহিতা 110