গীতসংহিতা 107 পবিত্র বাইবেল (SBCL)

পঞ্চম খণ্ড

1. “তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।”-

2. সদাপ্রভুর মুক্ত করা লোকেরা এই কথা বলুক,কারণ তিনি বিপক্ষের হাত থেকে তাদের ছাড়িয়ে এনেছেন;

3. তিনি অন্যান্য দেশ থেকে তাদের এক জায়গায় নিয়ে এসেছেন,নিয়ে এসেছেন পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে।

4. তারা মরু-এলাকার নির্জন জায়গায় ঘুরে বেড়ালো;বাস করার মত কোন শহর তারা খুঁজে পেল না।

5. তারা খিদে ও তেষ্টায় কষ্ট পেল,তাদের প্রাণ শ্রান্ত-ক্লান্ত হল।

6. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।

7. তিনি সোজা পথ দিয়ে তাদের নিয়ে গেলেনযেন তারা কোন শহরে গিয়ে বাস করতে পারে।

8. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।

9. যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের তৃপ্ত করেন।

10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;

11. কারণ তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করত,মহান ঈশ্বরের পরামর্শ তারা তুচ্ছ করত।

12. তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন;তারা উছোট খেল, সাহায্যকারী কেউ ছিল না।

13. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

14. অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;তিনি তাদের শিকল ভেংগে দিলেন।

15. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাকে ধন্যবাদ দিক।

16. তিনি ব্রোঞ্জের ফটক ভেংগে ফেলেছেনআর লোহার আগল কেটে ফেলেছেন।

17. যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্যআর অন্যায়ের জন্য কষ্ট পেল।

18. তারা সমস্ত খাবার ঘৃণা করলআর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল।

19. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

20. তাঁর বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন;তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন।

21. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।

22. তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক,আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।

23. যারা জাহাজে করে সাগরে যায়আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে,

24. তারাই সদাপ্রভুর কাজ দেখেছে,গভীর জলে দেখেছে তাঁর আশ্চর্য আশ্চর্য কাজ।

25. একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল,তাতে বড় বড় ঢেউ উঠল।

26. ফলে নাবিকেরা উঠল আকাশ পর্যন্ত আর নামল জলের তলায়;বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।

27. মাতালের মত তারা হেলেদুলে ঢলে পড়ল;তারা বুদ্ধিহারা হয়ে গেল।

28. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।

29. তিনি ঝড় থামিয়ে দিলেন,তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল।

30. সমুদ্র শান্ত হয়ে গেলে তারা খুশী হল;যে বন্দরে তারা যেতে চেয়েছিলসেখানেই তিনি তাদের নিয়ে গেলেন।

31. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।

32. সমাজের মধ্যে তারা তাঁর গৌরব করুক,বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক।

33. তিনি নদীগুলোকে মরু-এলাকা করে ফেলেন,ফোয়ারাকে করে ফেলেন শুকনা জমি,

34. আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ।যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যইতিনি এই সব করেন।

35. তিনি মরু-এলাকাকে পুকুর করে ফেলেনআর শুকনা জায়গাকে করে ফেলেন ফোয়ারা।

36. খিদেয় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান;তারা সেখানে শহর গড়ে তোলে।

37. তারা ক্ষেতে বীজ বোনে, আংগুর গাছ লাগায়,আর প্রচুর ফসল ফলায়।

38. তিনি তাদের আশীর্বাদ করেনআর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়;তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না।

39. অত্যাচার, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায়আর তাদের অবস্থা খারাপ হয়।

40. তিনি উঁচু পদের লোকদের উপরে অপমান ঢেলে দেন,পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন;

41. কিন্তু তিনি দুর্দশার নাগালের বাইরে অভাবীদের রাখেন,ভেড়ার পালের মত তাদের সন্তানের সংখ্যা বাড়ান।

42. ঈশ্বরভক্ত লোকেরা তা দেখে আনন্দিত হয়,কিন্তু অন্যায়কারীরা মুখ বন্ধ করতে বাধ্য হয়।