12. তখন সদাপ্রভুর কথায় তারা বিশ্বাস করলআর তাঁর প্রশংসা-গান গাইল।
13. কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
14. মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
15. তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।