7. তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
8. যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।
9. সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেনআর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।