35. সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।
36. তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।
37. তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।
38. তাদের চলে যাওয়া দেখে মিসরীয়েরা খুশী হয়েছিল,কারণ তারা ইস্রায়েলীয়দের ভীষণ ভয় করত।
39. তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।