গীতসংহিতা 105:33-37 পবিত্র বাইবেল (SBCL)

33. তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেনআর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।

34. তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;

35. সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।

36. তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।

37. তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

গীতসংহিতা 105