গণনাপুস্তক 5:1-11-13 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু মোশিকে বললেন,

10. প্রত্যেকের উৎসর্গ করা জিনিস পুরোহিতের হবে। পুরোহিতের হাতে দেওয়া জিনিস পুরোহিতেরই হবে।”

11-13. এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও, যদি কারও স্ত্রী কুপথে যায় এবং স্বামীর প্রতি অবিশ্বস্ত হয়ে অন্য পুরুষের সংগে ব্যভিচার করে অসতী হয়, আর তা যদি তার স্বামীর অজানা থাকে এবং তা গোপন থেকে যায়- কারণ তার বিরুদ্ধে কোন সাক্ষী নেই এবং সেই কাজে সে ধরাও পড়ে নি-

গণনাপুস্তক 5