9. মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা জলের ফোয়ারা ও সত্তরটা খেজুর গাছ ছিল।
10. পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল।
11. তারপর তারা সুয়েজ উপসাগরের কাছ থেকে গিয়ে সিন মরু-এলাকাতে ছাউনি ফেলেছিল।
12. সিন মরু-এলাকা ছেড়ে তারা দপ্কাতে গিয়ে ছাউনি ফেলেছিল।
13. দপ্কা ছেড়ে তারা আলূশে গিয়ে ছাউনি ফেলেছিল।
14. আলূশ ছেড়ে তারা রফীদীমে গিয়ে ছাউনি ফেলেছিল। এখানে লোকদের জন্য কোন খাবার জল ছিল না।
36. এর পর তারা সীন মরু-এলাকার মধ্যে কাদেশে গিয়ে ছাউনি ফেলেছিল।