5. ইস্রায়েলীয়েরা রামিষেষ ছেড়ে এসে সুক্কোতে ছাউনি ফেলেছিল।
6. তারপর তারা সুক্কোৎ ছেড়ে গিয়ে মরু-এলাকার ধারে এথম বলে একটি জায়গায় তাদের ছাউনি ফেলেছিল।
7. এথম ছেড়ে তারা বাল-সফোনের সামনে পী-হহীরোতে ফিরে এসে মিগ্দোলের কাছে ছাউনি ফেলেছিল।
8. তারা পী-হহীরোৎ ছেড়ে সাগর পার হয়ে এথম মরু-এলাকাতে গিয়ে উঠেছিল এবং তার মধ্য দিয়ে তিন দিনের পথ গিয়ে মারাতে ছাউনি ফেলেছিল।
9. মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা জলের ফোয়ারা ও সত্তরটা খেজুর গাছ ছিল।
10. পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল।